ভারতের আম নিষিদ্ধ!

image_88646_0খবর বাংলা২৪ ডেক্স: ভারত থেকে আমসহ আরো চারটি সবজি আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কারণ ভারত থেকে গত বছর যেসব ফল ও শাকসবজি রপ্তানি করা হয়েছিল সেগুলোতে কীটনাশক প্রয়োগ করা হয়।

এ নিষেধাজ্ঞা আগামী ১ মে থেকে কার্যকর হবে। ভারত থেকে আম ছাড়াও ডিমেশাক, উচ্ছে ও করলা আমদানি আপাতত বন্ধ করছে ২৮টি দেশ নিয়ে গঠিত ইইউ।

ভারত থেকে ইইউতে মোট যে পরিমাণ তাজা ফল, শাকসবজি আমদানি করা হয় নিষেধাজ্ঞার তালিকায় পড়া পণ্যগুলো তার ৫ শতাংশেরও কম। তা সত্ত্বেও সেগুলোতে নতুন কীটনাশক থাকতে পারে এবং তা ইইউয়ের কৃষি ও তার উৎপাদনে বিপদ হতে পারে বলেই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়।

ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক অধিদপ্তর (ডেফরা) এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, ভারতের ফল ও সবজিতে থাকা কীটনাশক তাদের দেশের টমটো, শশার বিশাল অংকের সালাদ শিল্পকে বিপদে ফেলতে পারে।

প্রসঙ্গত, ভারত থেকে প্রায় ১ কোটি ৬০ লাখ টন আম আমদানি করে থাকে ব্রিটেন। আর্থিক অংকের বিচারে এই ফলের বাজারের পরিমাণ বছরে প্রায় ৬০ লাখ পাউন্ড।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend