নিখোঁজ উড়োজাহাজ খুঁজে পেল অস্ট্রেলীয় কোম্পানি!

111_535363796খবর বাংলা২৪ ডেক্স: অবশেষে নিখোঁজ মালয়েশীয় যাত্রবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে।গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড়ে যাবার পর টানা ৬ সপ্তাহ ধরে নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ বঙ্গোপসাগরে খুঁজে পাওয়ার এই দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি এক্সপ্লোরেশন কোম্পানি।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড-ভিত্তিক জিওরেজোন্যান্স (GeoResonance) নামের এই কোম্পানির দাবি, তারা নিখোঁজ উড়োজাহাজ বোয়িং ৭৭৭’র খোঁজে অনুসন্ধান শুরু করেছিল গত ১০ মার্চ। এবং তারা অবশেষে একাজে সফল হয়েছে। উড়োজাহাজটির ‘সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে  পেয়েছে বর্তমান অনুসন্ধনিস্থল অস্ট্রেলিয়ার পার্থর অদূরে দক্ষিণ ভারত মহাসাগর থেকে ৫ কিলোমিটার দূরবর্তী বঙোগপসাগরে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend