জামালপুর জেলার সরিষাবাড়ীতে ভুট্রা চাষে কৃষি বিভাগের সাফল্য
মোরাদুজ্জামান: জামালপুর জেলার সরিষাবাড়ীতে চলতি মৌসুমে ল্য মাত্রাধিক ভুট্রা উৎপাদন করায় ভুট্রা চাষীদের মাঝে আনন্দের সু-বাতাস বইছে এবং সরিষাবাড়ী উপজেলা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাস করছে কৃষকরা। কৃষি বিভাগ তাদের দতা কাজে লাগিয়ে ভৃট্রা চাষীদের উৎসাহ বৃদ্ধিসহ সঠিক পরিকল্পনা হাতে নেয়ায় অধিক উৎপাদন হয়েছে বলে জানা গেছে।কুষি অফিস সুত্রে জানাগেছে, এ বৎসর সরিষাবাড়ীতে কৃষি বিভাগ ৩’শ হেক্টর জমিতে ভুট্রা চাষের ল্য মাত্রা নির্ধারণ করে কাঙ্খিত কৃষকদের নিয়ে ভুট্রা চাষ শুরু করে। কৃষি বিভাগের সঠিক নির্দেশনা ও কৃষকদের প্রচেষ্টায় ভুট্রা চাষে সফলতা আসে। ল্য মাত্রার চেয়ে ৩৮ হেক্টর জমিতে ভুট্রা চাষ বেশী হয়। ফলে এ বছর ল্য মাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্রা চাষ হওয়ায় উৎপাদনের ল্য মাত্রা বৃদ্ধি পেয়েছে। উপজেলার কৃষি বিভাগের উৎপাদন ল্য মাত্রা ছিল ১ হাজার ৮’শ মেট্রিক টন , অর্জিত হয়েছে ২ হাজার ৭৭ মেট্রিক টন। ল্য মাত্রার চেয়ে ২’শ ৭৭ মেট্রিক টন বেশী উৎপাদন হয়েছে।উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়নেই মোট উৎপাদনের ৯৫ ভাগ ভুট্রা চাষ হয়েছে। কয়েকজন কৃষকের সাথে কথা বলে তারা জানায়,এ বছর আবহাওয়া অনূকুলে থাকায় এবং কৃষি বিভাগের পরিচালনায় অধিক ফলন পাওয়ায় আমরা কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞ।উপজেলা কৃষি কর্মকর্তা নূরুজ্জামান জানান ,আবহাওয়া অনূকুলে থাকায় এবং কৃষি বিভাগের মাঠ কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টা,কৃষকদের সদিচ্ছা ও সার,বীজ,সেচ ব্যবস্থাপনা সঠিক থাকায় ল্য মাত্রার চেয়ে অধিক উৎপাদন সম্ভব হয়েছে।