ঝিনাইগাতীতে অবৈধ কোচিং বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

SmrakLipi.-300x237মোহাম্ম দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকেশেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার অবৈধ কোচিং সেন্টার বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক সমাজ। উপজেলার সর্বত্রই দীর্ঘদিন থেকে দিনে ও রাতে অবৈধভাবে কোচিং বাণিজ্য চালিয়ে আসছে স্থানীয় শিক্ষকরা। এতে শিক্ষার্থীদের নৈতিক অধপতনের পাশাপাাশি যৌন হয়রানীর ঘটনা উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নিয়ম অনুযায়ী সরকারীভাবে এসব কোচিং বাণিজ্য অবৈধ ঘোষনা করা হলেও এখানে তা মানা হচ্ছে না। এ নিয়ে সচেতন ও অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে উঠেছে। এসব অবৈধ কর্মকান্ড বন্ধের দাবীতে সচেতন নাগরিক সমাজ এ স্মারকলিপি প্রদান করেন। গত ৪ মার্চ ২০০৮ ইং সার্ভিস রেগুলেশনএ্যাক্ট১৯৭৯ এর রেগুলেশন-০৯ অনুসারে সরকার শিক্ষকদের সকল প্রকার কোচিং করানোকে নিষিদ্ধ করে এক প্রজ্ঞাপন জারি করেন। বর্তমান সরকার গত ২০১২-১৩ অর্থ বছরে এ ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। সমাজের এই করুন অবস্থা হতে উত্তরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিক সমাজ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক খবর বাংলা ২৪ কেবলেন, আমি জরুরী ভিত্তিত্বে ব্যবস্থা নিচ্ছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend