‘কয়েকদিন পর আওয়ামী লীগ বলবে, তাজউদ্দীনের মেয়ে রাজাকার’
খবর বাংলা২৪ ডেক্সঃ আর কয়েকদিন পর আওয়ামী লীগ তাজউদ্দীনের মেয়ে রিপিকে রাজাকার বলবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ‘তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার মত এত বিশাল অর্জন এককভাবে বঙ্গবন্ধুর পক্ষে অর্জন সম্ভব ছিল না। অবশ্যই বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা। স্বাধীনতার জনক। কিন্তু তাই বলে অন্যের অবদান ছোট করবেন এটা ঠিক না।’
বিএনপিকে সতর্ক করে দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আওয়ামী লীগের প্রধান শত্রু বিএনপি, জামায়াত নয়। এটা তাদের মাথায় রাখা দরকার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করছে। যদি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারই ক্ষমতায় থাকে তাহলে তারা তিস্তার পানি নিয়ে কথা বলে না কেনো?’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের মন্ত্রীরা যখন বলেন, ভারতে নির্বাচন চলছে, নির্বাচনের পর পানি নিয়ে কথা বলব। নির্বাচনের সময় পানি বন্ধ করা যায়, আবার চালু করা যায় আবার বন্ধ করা গেলে পুরো সময় পানি দেওয়া যাবে না কেনো। সরকারের মন্ত্রীদের দেখে মনে হয়, ওরা ভারতের মন্ত্রী।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপির তিস্তা মার্চের দিন কেনো পানি বাড়ল। আওয়ামী লীগ বলে তাদের কূটনৈতিক সাফল্য আর বিএনপি বলছে তাদের আন্দোলনের ফসল। তাহলে এখন পানি নেই কেনো? আসলে দুই দলই মিথ্যা বলছে। ভারত আমাদের বিভ্রান্ত করছে।’
তিনি বলেন, ‘চাওয়ার আগেই সব দিয়ে দিলে, পাওয়ার কিছু থাকে না। এই সরকার সম্পূর্ণভাবে ভারতের প্রতি নতজানু।’
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রস্তাবনা উপস্থাপন করেন জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন।
সভায় বক্তব্য রাখেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আওয়ামী লীগের সাবেক এমপি ও তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল আহসান চৌধুরী কায়সার, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক।