৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
খবর বাংলা২৪ ডেক্সঃ ৩৪তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার বিকেলে এই আসনবিন্যাস প্রকাশ করা হয়।
আগামী ৪ মে থেকে পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৫ মে।
সূচি অনুযায়ী প্রতিদিন দুটি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে (http://bpsc.gov.bd/) পাওয়া যাবে।
উল্লেখ্য, ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।