সংকট উত্তরণে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে হবে: খালেদা জিয়া
খবর বাংলা২৪ ডেক্সঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, দেশে এখন অস্থীতিশীল অবস্থা বিরাজ করছে। চলছে গুম, হত্যা। এ সংকট থেকে উত্তরণের জন্য সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং এ নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।
বাংলাদেশ সফররত জার্মান প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপি ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী । মঙ্গলবার রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক সংসদীয় কমিটির প্রধান ডাগমার জি ওয়ার্লে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
ডাগমার জি ওয়ার্লে বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে কম ভোটরের উপস্থিতি ফলাফলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এ ধরনের সমর্থন নিয়ে ৫ বছর এ সরকার চালিয়ে যাওয়া নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সংশয় রয়েছে। তবে কখন, কি পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে।
খালেদা জিয়া বলেন, এ সংসদে জনগণের সঠিক নির্বাচিত প্রতিনিধি নেই। অধিকাংশ সংসদ সদস্য কোন প্রকার ভোট না পেয়ে নামমাত্র নির্বাচিত হয়েছেন। সংসদের স্পিকার, এমন কী বিরোধী দলীয় নেতাও নির্বাচিত হয়েছেন ভোটবিহীন পন্থায়।
তাই গণতন্ত্র সঠিক পথে ফিরিয়ে আনতে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।
শমশের মবিন চৌধুরী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমদ বৈঠকে উপস্থিত ছিলেন।