কমলাপুরে একে-২২ সহ আটক দুই যাত্রীকে ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর
খবর বাংলা২৪ ডেক্সঃ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একে-২২ রাইফেল ও বোমা তৈরীর সরঞ্জামসহ আটক দুই যাত্রীকে ৫দিন করে মোট ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বাসিন্দা আবদুর রহমানের ছেলে নুরুল ইসলাম(৩৫) এবং চাপাইনবাবগঞ্জের বাকেরগঞ্জ থানার মো. ইসমাইলের ছেলে মো. শামীম ওরফে আবদুল্লাহ(২৮)।
গতকাল সোমবার দুপুর ১ টার দিকে তাদের আটক করা হয়। একে-২২ রাইফেল ও বোস তৈরীর সরঞ্জামসহ এসময় তাদের কাছ থেকে ২টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ১০টি ডেটনেটর, ৩টি সুইচগেট চাকু ও ১০টি পাওয়ার জেল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ঢাকা কমলাপুর রেলওয়ে ষ্টেশনের ২ নম্বর প্লাটফর্মে দাড়িয়ে থাকা অবস্থায় ৭১০ নম্বর সুবর্ণা এক্সপ্রেসের কোচ নম্বর ৬২০৮-৪ এর ৩১ ও ৩২ নম্বর সিটের আরোহী নুরুল ইসলাম ও শামীম ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিনই তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ।