আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি

Accupressureআকুপ্রেশার বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বীকৃত ওষুধবিহীন বিকল্প প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এ পদ্ধতিতে রোগ নির্ণয় ও নিরাময় করা হয়। আকুপ্রেশারে নির্দিষ্ট কোনো পয়েন্ট বা বিন্দুতে সুনির্দিষ্ট নিয়মে ক্রমাগত চাপ প্রয়োগ করে চিকিৎসা দেয়া হয়। জৈব বিদ্যুৎভিত্তিক যে চিকিৎসা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে তার মধ্যে আকুপ্রেশার সহজ, সরল, সেরা চিকিৎসা পদ্ধতি।
আকুপাংচার পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট বিন্দুতে ধাতু নির্মিত সূচ ফুটিয়ে বিশেষ অনুভূতি সৃষ্টি করা হয় যার মাধ্যমে শরীরে রোগ-ব্যাধির উপশম হয়। ল্যাটিন শব্দ অ্যাকিউস অর্থ সূচ আর পাংচুরা (Punctura) শব্দের অর্থ ফুটানো। আকুপ্রেশার পদ্ধতিতে সূচ ফুটানোর পরিবর্তে শরীরের নির্দিষ্ট বিন্দুতে চাপ দিয়ে রোগ নিরাময় করা হয়। আঙুল বা ভোঁতা কাঠি জাতীয় কিছু দিয়ে এ চাপ প্রয়োগ করা হয়।
আকুপাংচারের যে বিন্দুতে সূচ ফুটালে রোগ নিরাময় হয় সেই একই বিন্দুতে সুয়ের পরিবর্তে আঙুল বা ভোঁতা কাঠি দিয়ে চাপ দিলেও একই বা কাছাকাছি সুফল পাওয়া যায়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com