এরা আমাদের মন্ত্রী না ভারতের!

image_88804_0খবর বাংলা২৪ ডেক্সঃ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুললে আমাদের মন্ত্রীরা বলছে ভারতে নির্বাচন চলছে, এখন এসব নিয়ে আলোচনা করা যাবে না। মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, এরা কি আমাদের নাকি ভারতের মন্ত্রী!’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আয়োজিত ‘তিস্তাসহ ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ের উপায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
মান্না বলেন, ‘এ সরকার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা শুরু করেছে। তাই তারা তিস্তার পানির হিস্যার বিষয়ে কোনো কথা বলছে না। তারা একক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে।’
তিনি আরও বলেন, ‘ভারতের সামান্য পানি ছাড়া নিয়ে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই মিথ্যা নাটক করছে। কিন্তু ভারতের দুরভিসন্ধী কেউ বুঝতে পারছে না। তাই এই দুই দলের ঊর্ধ্বে গিয়ে বাংলার মানুষ একত্রিত হয়ে চাপ সৃষ্টি করলেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা সম্ভব।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend