৪০ দিনের কর্মসূচী: শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের মহিলা ভাইস চেয়ারম্যানকে মারপিটের হুমকি

downloadরোম্মান আরা পারভীন রুমী:

শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচীর প্রকল্প নিয়ে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম ও তার স্বামীকে মারপিটের হুমকি দিয়েছে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। এ নিয়ে ওই মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গড়জরিপা ইউনিয়নের ৪০ দিনের প্রকল্পের অধীন জরিপ শাহ মাজার হতে দক্ষিণ গড়জরিপা জামে মসজিদ হয়ে মোশারফের বাড়ি পর্যন্ত প্রকল্পের সভাপতি নিযুক্ত করা হয় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম কে। মাহমুদা বেগম স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রকল্প উদ্ভোধনের তারিখ নির্ধারন করে ২৬ এপ্রিল। কিন্তু চেয়ারম্যান হাবিবুর রহমান উদ্ভোধনের তারিখ পেছানোর কথা বলে। পরে চেয়ারম্যান মাহমুদা বেগম কে না জানিয়ে ওই তারিখেই প্রকল্পটি উদ্ভোধন করেন। এ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বললে চেয়ারম্যান মাহমুদা বেগমকে জানান যে তাকে প্রকল্প সভাপতি থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু উপজেলা প্রকল্প অফিসে খোজ নিয়ে মাহমুদা বেগম জানতে পারেন যে কাগজে কলমে তিনিই প্রকল্প সভাপতি। বিষয়টি চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান মোবাইল ফোনে মাহমুদা বেগমকে গালি গালাজ করেন। এ নিয়ে ২৯ এপ্রিল বিষটি উপজেলা নির্বাহী অফিসার কে জানালে হাবিবুর রহমান মাহমুদা বেগম ও তার স্বামীকে মারপিটের হুমকি দেয়।

এনিয়ে ৩০ এপ্রিল মাহমুদা বেগম শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend