বকশীগঞ্জে শিক্ষার্থীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মসজিদ নির্মান
সরওয়ার জামান রতন, বকশীগঞ্জ (জামালপুর ) থেকে:
বকশীগঞ্জের এক গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় শিক্ষার্থীদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের অর্থ দিয়ে মসজিদের নির্মান কাজ শুরু হয়েছে। জানাগেছে,বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে তিনতলা ভবন বিশিষ্ট টিকরকান্দি জামে মসজিদ নির্মান করা হচ্ছে । এই মসজিদ নির্মানে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় হবে। এই অর্থের যোগান দিতে ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন ও গ্রামবাসীর সার্বিক সহযোগীতায় এলাকার প্রায় শতাধিক কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম বিক্রি করছেন। তারা মসজিদ নির্মানের জন্য অর্থ সংগ্রহ করতে চলতি বোরো মওসুমে ধান কাটা ও রাস্তায় মাটি কাটা শ্রমিক হিসেবে কাজ করছেন। ধান কাটা বাবদ প্রতি একরে ৩ হাজার টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন এবং সেই টাকা দিয়ে মসজিদ নির্মানের কাজে ব্যয় করছেন। স্বেচ্ছাশ্রমে নিয়োজিত শিক্ষার্থী ওমর ফারুক,এমরান হাসান,নয়ন খান, হাবিব, শামিম ও আজিজ জানান,স্বেচ্ছায় শ্রম বিক্রি করে মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন জানান, ব্যতিক্রম ধর্মী মহতি উদ্যোগের সাথে সামিল হতে পেরে আমি আনন্দ বোধ করছি।