শেরপুরে গুটি ইউরিয়ার মাঠ দিবস ও শস্য কর্তন দিবস অনুষ্ঠিত
খবর বাংলা ডেক্স: গুটি ইউরিয়ার মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের তেতুল তলা গ্রামে এ মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা শস্য উৎপাদন গবেষক বিলাশ চন্দ্র পাল। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হালিম, এইচডিসি কর্মকর্তা নাজমূল আলম, এফএমও আবু বকর সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। কৃষি উৎপাদনশীলতা উন্নয়নক্বরান্বিতকরণ প্রকল্প’র (আপি) আয়োজনে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিআর-২৮ ধানে গুটি ইউরিয়া ব্যাবহার করে একর প্রতি ফলন হয় ৭৪ মন এবং গুটি ইউরিয়া ছাড়া সাধারণ ইউরিয়া সার ব্যবহার করে ফলন হয় ৬৩ মন। এতে ফলনের পার্থক্য পাওয়া যায় ১১ মন।