বিশ্বকাপে রোনালদোর চার দেহরক্ষী

তাও এক কিংবা দু জন নয়, গুণে গুণে চার জন দেহরক্ষী থাকবে পর্তুগাল অধিনায়কের। মঙ্গলবার ব্রাজিলের একটি সংবাদমাধ্যম এই খবরটি ফাঁস করেছে।
লাতিন আমেরিকায় ফুটবল মহাযজ্ঞ শুরু হতে এখনো ৪৩ দিন বাকি। যখন বিশ্বসেরা অনেক ফুটবলাররাই মহাযজ্ঞ মাতাতে ব্রাজিলে গমন করবেন। সেজন্য বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের প্রত্যেকেই তাদের সেরা অস্ত্রকে ভক্তদের ভালোবাসার অত্যাচার থেকে রক্ষা করার পরিকল্পনা আঁটছে।
আউটফিল্ডের প্রথাগত এই ধারনা থেকে পিছিয়ে নেই পর্তুগালও। ২০০৪ সালের ইউরো ফাইনালিস্ট দলটি তাদের মূল মারণাস্ত্র রোনালদোকে দর্শকদের হাত থেকে রক্ষা করতে চার চারজন দেহরক্ষী নিয়োগ দিয়েছে বলে জানা গেছে। বাড়তি আরো দুজন দেহরক্ষী থাকবে। তারা পর্তুগালের বাকি ফুটবলারদের দেখভাল করবেন।