নজরুলের লাশের খবরে ফের উত্তপ্ত সিদ্ধিরগঞ্জ
খবর বাংলা ডেক্স: নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠার খবর পেয়ে আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে সিদ্ধিরগঞ্জ।
আজ বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে নজরুল ইসলামসহ তিনজনের লাশ ভেসে ওঠে। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার সমর্থকরা আবারও রাস্তায় নেমে আসেন এবং পুনরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন তারা।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশের সঙ্গে আলোচনায় ২৪ ঘণ্টার আল্টিমেটামে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন তারা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে গত রবিবার দিনদুপুরে গাড়িসহ অপহরণ করা হয়। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাদের অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়ির চালক গাড়িসহ নিখোঁজ হন।