ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

Sমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর):

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১৪ ঢাকা এর স্মারক মূলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী তফসীল অনুযায়ী ৩০ এপ্রিল, বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তফসীল অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, রেজিস্ট্রেশন অফিসার এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক এর নিকট উপজেলা কমান্ডার পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ও ফকির আব্দুল মান্নান মাষ্টার। এছাড়াও অন্যান্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই আগামী ৪ মে/১৪ রবিবার, প্রত্যাহারের শেষ তারিখ ১১ মে/১৪ এবং ভোট গ্রহণের তারিখ ০৪ জুন/১৪ ইং তারিখ বুধবার। মুক্তিযোদ্ধাদের এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৩ জন। কমান্ডার পদে ৩ জন প্রার্থীর মধ্যে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ পর পর ৩ বার ভোটের মাধ্যমে নির্বাচিত হ’ন। তাছাড়া সব মিলিয়ে প্রায় ৩০ বছর কমান্ডারের দ্বায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনেও তার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী বলে জানান অনেক মুক্তিযোদ্ধা সদস্য।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend