যে কোনো মুহুর্তে ধ্বসে পড়তে পারে ঝিনাইগাতীর পাইকুড়া কমিউনিটি ক্লিনিক

Community Clinickমুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া কমিউনিটি ক্লিনিকের উত্তর পার্শ্বে একটি পুকুর থাকায় প্রতি বছর পুকুরের পাড় ভেঙে যাওয়ায় পুকুর সংলগ্ন কমিউনিটি ক্লিনিকটি যে কোন সময় ধ্বসে পড়তে পারে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার ওই ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হয়। পরিচালনা কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিদ্রুত এহেন সমস্যার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সভায় পরিচালনা কমিটির সদস্যরা জানান, পাইকুড়া এলাকায় সুন্দর পরিবেশে এলাকাবাসী প্রতিদিন এই ক্লিনিক থেকে সেবা গ্রহণ করছে, এই সেবাকে অব্যাহত রাখার জন্য পুকুরের পাড় ভাঙা রোধ করা জরুরী। পরিষ্কার পরিচ্ছন্ন এই ক্লিনিকটিতে স্বাস্থ্য কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তাফিজুর রহমান সোহেল। এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও পাইকুড়া কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন ক্লিনিকের সার্বক্ষণিক তদারকি করে আসছেন। জাকির হোসেন জানায়, ক্লিনিক সংলগ্ন পুকুরের মালিককে বারবার তাগিদ দেওয়া স্বত্ত্বেও ভাঙা পুকুর পাড়ে মাটি না ফেলে বরং যাতে মাটি ধ্বসে পড়ে এমন ব্যবস্থা নিয়ে থাকেন তিনি। বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend