সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

image_88954_0ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের ৩দিন পর লাশ পাওয়ার ঘটনায় বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা নারায়ণগঞ্জ। পাশাপাশি যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে নজরুলের সর্মথকরা। এতে হাজার হাজার মানুষ ও নিহতদের স্বজনরা অংশ নিয়েছে।
এর ফলে নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানীসহ আশপাশের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে জানা গেছে। এই অবস্থায় সহিংস পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জ জেলা সদর ও অন্যান্য থানার পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। এর পাশাপাশি রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়াসহ চট্টগ্রাম রোডেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নারায়ণগঞ্জের এসপি সৈয়দ নুরুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এই অপহরণের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।’

পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দিন জানান, নারায়ণগঞ্জের প্যানেল মেয়র অপহরণের পর হত্যার ঘটনায় সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জনতা। সে কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রাবাড়ী, শনিরআখড়া সড়কে সব ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্তক অবস্থান নিয়ে রেখেছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জের শান্তিনগর ও চর ধলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে বুধবার বিকেলে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, স্বপন, অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমসহ ৬টি লাশ উদ্ধার করা হয়। এখবর ছড়িয়ে পড়লে গোটা নারায়ণগঞ্জের মানুষজন ফুঁসে উঠে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হন। ওইদিনই বিকেলে গাজীপুর থেকে নজরুল ইসলামের গাড়ি উদ্ধার করে পুলিশ। এরপর অপহৃতদের উদ্ধার দাবিতে বিক্ষোভ করে নজরুল সমর্থকরা। মঙ্গলবার সকালে তৃতীয় দিনেও ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ২নং ওয়ার্ডবাসী ও নজরুল ইসলামের সমর্থকরা।

অবরোধকারীরা ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক থেকে সানারপাড় এলাকা পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি স্পটে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend