বকশীগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন
খবর বাংলা২৪ ডেক্স: জামালপুরের বকশীগঞ্জে ২০১৩-১৪ ইং অর্থ বছরের ২য় পর্যায়ের অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদর চর গ্রামে ওই কর্মসূচির করা হয়। ওই কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা মো. মর্ত্তুজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি , নিলক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কফিল উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২য় পর্যায়ে উপজেলার ৭ টি ইউনিয়নের মোট ৩ হাজার ৫ শত ৫৭ জন শ্রমিক কর্মসংস্থানের সুযোগ পাবে।