খবর বাংলা ডেক্স: শেরপুরে উপজেলা নির্বাচনে দুই প্রার্থীর পরাজয়ে জেলা আওয়ামী লীগের মূল্যায়ণ সভায় ঝিনাইগাতী উপজেলা কমিটি বিলুপ্ত এবং নালিতাবাড়ির বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম উকিলকে অব্যাহতি দেয়া হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় নিপুণ কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচন পরবর্তী মূল্যায়ন সভায় ওই সিন্ধান্ত ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক । সেই সাথে সভায় দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চান ও সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনকে শোকজসহ ৫ উপজেলায় ২ সপ্তাহের মধ্যে বর্ধিত সভা করার সিদ্ধান্ত জানানো হয়েছে ।
সভা সুত্র জানায়, ঝিনাইগাতী উপজেলা নির্বাচনে দল মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস এম আব্দুলাহেল ওয়ারেজ নাঈম দলের স্থানীয় কতিপয় দায়িত্বশীল নেতার অসহযোগীতা এবং ক্ষেত্রমতে বিরোধীতার কারণে অল্প ভোটের ব্যবধানে বিএনপির কারাগারে আটক প্রার্থীর কাছে পরাজিত হন। অন্যদিকে নালিতাবাড়ি উপজেলা নির্বাচনে দল মনোনীত প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবছেদুর রহমান লেবু দলের সভাপতি আব্দুল হালিম উকিল বিদ্রোহী প্রার্থী হওয়ায় অল্প ভোটের ব্যবধানে বিএনপির কনিষ্ঠ প্রার্থীর কাছে পরাজিত হন। ওইসব অভিযোগের প্রেক্ষিতে সভায় বিষদ আলোচনান্তে ঝিনাইগাতী উপজেলা কমিটি বিলুপ্ত করণসহ ৩ দায়িত্বশীল নেতাকে শোকজের সিদ্ধান্ত হয়। এছাড়া নালিতাবাড়ি উপজেলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম উকিলকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি জিয়াউল হক মাস্টারকে পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। সেইসাথে দলে গতিশীলতা আনতে ৫ উপজেলাতেই ২ সপ্তাহের মধ্যে বর্ধিত সভা করার সিদ্ধান্ত দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির পরিচালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর-২ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, পৌর মেযর হুমায়ুন কবীর রুমান, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, মো: খোরশেদুজ্জামান, ফখরুল মজিদ খোকন, ছানোয়ার হোসেন ছানু, মিনহাজ উদ্দিন মিনাল, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, গোলাম রব্বানী, মোকছেদুর রহমান লেবু, রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমূখ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কমিটি বিলুপ্ত ,নালিতাবাড়ির বিদ্রোহী প্রার্থীকে অব্যাহতি