৬০ কেজির বাঘা আইড়, ৬০ হাজার টাকায় বিক্রি
প্রায় ৬০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ গতকাল বুধবার উঠেছে প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পুরানবাজারে। মাছটি দেখতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভিড় করেন বাজারে। দেখেন মাছটি, এর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেন। অনেক যুবক ফেসবুকে মাছের ছবি পোস্ট করেন।
বিক্রেতা প্রথমে মাছটির দাম হাঁকান ৮০ হাজার টাকা। অবশ্য এত দামে কেউ মাছটি কিনতে আগ্রহ দেখাননি। তারা শুধু মাছ দেখেই সন্তুষ্ট। শেষ পর্যন্ত ওই মাছ বিক্রেতা মাছটি হাজার টাকা কেজি দরে বিক্রি করেছেন। মাছ বিক্রেতা সাইকুল ইসলাম বলেন, কাজিরবাজার থেকে তিনি মাছটি ৪০ হাজার টাকায় কিনেছেন। না পোষার কারণে তিনি প্রতি কেজি হাজার টাকা দরে বিক্রি করেছেন।