জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ৯৪ দশমিক ৬৯ শতাংশ। একযোগে ২৮টি বিষয়ের ফল বুধবার প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার পর মোবাইল এসএমএসের মাধ্যমে ও রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।
যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu লিখে এরপর স্পেস দিয়ে H1 লেখার পর Roll No লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া ফলাফল দেখতে ভিজিট করতে হবে বিশ্ববিদ্যালয়ের (www.nubd.info) ওয়েবসাইট।
গত বছরের ২৬ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৬ নভেম্বর। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি।
সারাদেশের চারশ ১৬টি কলেজের দুই লাখ ৭৯ হাজার ছয়শ ৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। একশ ৬৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।