২৬ মে পবিত্র শবে মেরাজ
খবর বাংলা ডেক্সঃ বুধবার সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৬ মে সোমবার রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বৃহস্পতিবার থেকে আরবি ১৪৩৫ হিজরির রজব মাস গণনা শুরু হচ্ছে।
২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বকাশে ভ্রমণ করে মহানবী হয়রত মোহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। ইংরেজি তারিখ অনুযায়ী ২৬ রজব হবে আগামী ২৬ মে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ২৬ মে শবে মেরাজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।