সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী গুলিবিদ্ধ
খবর বাংলা২৪ ডেক্স:সাতক্ষীরার দেবহাটা উপজেলার শুশীলগাতি গ্রামে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে ফারুক হোসেন (৪৬) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ফারুক হোসেন উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ফারুক হোসেনকে আটক করে অভিযানে বের হলে শুশীলগাতি এলাকায় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়।
এদিকে, গুলিবিদ্ধ ফারুক হোসেন জানান, বুধবার দুপুরে খাওয়ার সময় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ভোরে চোখ বেধে তাকে গুলি করা হয়েছে।