না.গঞ্জে থমথমে অবস্থা বিজিবি টহল

n.gong_খবর বাংলা২৪ ডেক্স:নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অপহৃত ৭ সাতজনের মধ্যে বুধবার মেয়র নজরুল ইসলামসহ ছয় জনের ভাসমান লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জ শহরে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে বুধবার দুপুর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন প্যানেল মেয়র নজরুল ইসলামের সমর্থকরা। সন্ধ্যার পর এক পর্যায়ে তারা স্থানীয় পেট্রোল পাম্পে হামলা করে ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। এর পর পরই নারায়ণগঞ্জে পুলিশি পাহারা ও নজরদারি বাড়ানো হয়।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে আট প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছে।

অপরদিকে, বৃহস্পতিবার পহেলা মে উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের র‍্যালি থেকেও এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হচ্ছে।

সকাল থেকে নারায়ণগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend