নেত্রকোনায় দায়ের কোপে মুক্তিযোদ্ধা খুন
খবর বাংলা২৪ ডেক্স:নেত্রকোনার আটপাড়ায় ভাতিজা-ভাতিজির দায়ের কোপে দুলাল মিয়া (৬৫) নামে একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
সদর উপজেলার চারগাতিয়া গ্রামের এ ঘটনায় ভাতিজি নার্গিস আক্তারকে আটক করেছে পুলিশ। নার্গিস নিহত ব্যক্তির ভাই সুলতান মিয়ার কন্যা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, রাত ৮টার দিকে সুলতান মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মেয়ে নার্গিস আক্তার ও সুলতান মিয়ার স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে।
পারিবারিক কলেহের জেরে চলা ঝগড়া থামাতে দুলাল মিয়া ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দায়ের কোপে চাচা গুরুতর আহত হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিলোৎপল তালুকদার জানান, কপালে গুরুতর আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তার।
এদিকে, মুক্তিযোদ্ধা নিহত হওয়ার খবর পেয়ে যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় হাসপাতালে ছুটে যান।