রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
খবর বাংলা ডেক্সঃ রাজধানীর মোহাম্মদপুর ও কল্যাণপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মোহামদপুরে নিহত ব্যক্তি মোহাম্মদপুর শেখেরটেকের ১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তা প্রহরী ছিলেন। ওই ভবনের নির্মাণশ্রমিক বিল্লাল হেসেন জানান, ওই ভবনটি দেখা শোন করতেন তিনি। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পানির মটরের সুইচ দিতে যান। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে তিনি পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে চকবাজার সোয়ারীঘাট এলাকার ২৭/৭ নম্বর বাড়িতে একটি প্লাস্টিক কারখানায় মটরের সুইচ বন্ধ করতে গিয়ে মারা যান ফারুক হোসেন (২২) নামে এক কর্মচারী।
ওই কারখানার শ্রমিক আলাউদ্দিন জানান, সকাল আটটার দিকে ফারুক গোসল করে মটর বন্ধ করতে যান। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতলে নেয়া হলে পৌণে নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।