ককটেল বিস্ফোরণে শিশু আহত
খবর বাংলা ডেক্সঃ রাজধানীর জুড়াইনে পরিত্যাক্ত ককটেলের বিস্ফোরণে জুনায়েদ (৯) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জুনায়েদের বাবার নাম খোকন। তারা পূর্ব জুড়াইন কদমতলির বাসিন্দা। জুনায়েদ মাদরাসার ছাত্র বলে জানা গেছে।
জুনায়েদের মামা শিবলি আহমেদ বাবলু জানান, আজ দুপুর আড়াইটার দিকে বাসার সামনে একটি খোলা জায়গার ময়লার স্তুপে কয়েকজন ছেলে পেলে খেলা করছিল। এসময় তারা ওই ময়লার স্তুপে আগুন ধরিয়ে দিলে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। ককটেলের আঘাতে জুনায়েদের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, পরিত্যাক্ত ককটেল বিস্ফোরণে ওই শিশু আহত হয়েছে। তবে ঢাকা মেডিকেলের চিকিতসকরা জানিয়েছেন, ওই শিশুর শরীরের কোথাও কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তাদের ধারণা, ময়লার স্তুপের ভেতর থাকা কোনো কাচের বোতল বিস্ফোরণের ফলে ওই শিশু আহত হয়েছে।