ঝিনাইগাতীতে আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) থেকে: জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঘাগড়া মন্ডল পাড়া গ্রামে নুর হোসেনের ছেলে মিলন (৪০) এর বসত-বাড়ী ও নগদ টাকা পয়সা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৩০ এপ্রিল বুধবার বিকালে। আর এতে ক্ষয়-ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। প্রত্যেক্ষদর্শী ও এলাকাবাসী এ প্রতিনিধিকে জানায়, বুধবার বিকালে মিলন ও তার পরিবারের লোকজন বাড়ীর গেইটে তালা দিয়ে স্থানীয় তিনানী বাজারের কাছে এক আত্মীয়র বাড়ীতে বেড়াতে গেলে মিলনের পাশের বাড়ীর লোক মোবাইল ফোনের মাধমে খবর দেয় যে, তার বাড়ীতে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে আগুন ধরেছে। এ অবস্থায় আশ- পাশের লোকজন দৌড়ে টিনের বেড়া ভেঙ্গে আগুন নেভানোর শত চেষ্টা করেও বাড়ীর একটি জিনিসও তারা বাচাতে পারেনি। মিলন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেলামাইন কম্পানী থেকে প্লেট, গ্লাস ও অন্যান্য সামগ্রি পাইকারী ভাবে এনে সেই সব মাল সে স্থানীয় বিভিন্ন গ্রামে ফেরি করে খুচরা ও পাইকারী ভাবে বিক্রি করতো। আর এভাবেই তার সংসার সুখের মাঝেই চলতে ছিল । কিন্তু বিধি বাম ! হঠাৎ আগুনে শুধু তার বাড়ীই পুড়েনি, পুড়েছে মাল আনার জন্য জমানো নগদ ১ লাখ টাকা, স্টকে থাকা সকল মেলামাইন মালামাল, ইসলামী ব্যাংকের ২ লাখ ৫০ হাজার টাকা এফডিআরের দলিলসহ বাড়ী ঘর । সব কিছু পুড়ে ছাই হয়ে পড়ায় হতবাক বনে গেছেন মিলন। এখন নতুন করে বেচে থাকায় তার পক্ষ্যে দুঃস্কর হয়ে পড়েছে। এ অবস্থায় সে সরকারের কাছে আর্থিক সহায়তা কামনা করছে, নতুন করে আবার ব্যবসা করার।