শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত -১, আটক-১
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের উত্তর পাইকুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় মগর আলী (১০০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ব্যাপারে মকছেদ আলীর স্ত্রী আকলিমা (৩৫) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে মৃত মনর উদ্দিনের স্ত্রী হৈরন নেছার একমাত্র মেয়ে রহিতন নেছা ওয়ারিশ হিসেবে আরওআর ও পর্চার মূলে মালিকানা প্রাপ্ত হয়ে উত্তর পাইকুড়া গ্রামের মৃত মেছের মিস্ত্রির ছেলে দীন ভিখারী মগর আলীর নিকট ৬ শতাংশ জমি সাব-কওয়ালা বিক্রি করে মগর আলীকে দখল বুঝিয়ে দেয়। সেই থেকে হতভাগা মগর আলী মৃত্যুও পূর্ব মূহুর্ত পর্যন্ত সেই জমিতে বসবাস করতে থাকলেও ঐ জমিটি ভূল ক্রমে মকছেদ আলীর মাতা মজিরন নেছার নামে রেকর্ড ভূক্ত হওয়ার কারণে বাঁধ সাজে পার্শ্বের বাড়ীর মকছেদ আলী। নানা অযুহাতে প্রায়শ্বই মকছেদ আলী মগর আলীর উপর নির্যাতন চালাতো, ক্রয়কৃত জমি ছেড়ে দেওয়ার জন্য। এমনকি মগর আলী থানা ও ডিবি পুলিশের দ্বারস্থ হলে তারা মকছেদ আলীকে নির্দেশ দিতেন ঐ জমিতে কোন রুপ হস্তক্ষেপ না করার জন্য। তার পরের পাষন্ড মকছেদ আলী ও তার পরিবার বুধবার বিকালে উর্পযুপরি হামলা কওে মগর আলীর উপর। বয়সের বাড়ে নূজঁ হয়ে পড়া মগর আলী ঘটনাস্থলেই মৃতে্যুর কোলে ঢলে পরে। এব্যাপাওে মগর আলীর মেয়ে ময়না (২২) বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মগর আলীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। এলাকাবাসী প্রশাসনের নিকট নিরিহ দীন ভিখারী মগর আলীর এ নেক্কার জনক হত্যা কান্ডে কঠিন বিচার দাবী করছে।