মিথ্যা মামলা, জেলহাজতে দেশবাসী অতিষ্ঠ: খালেদা
খবর বাংলা২৪ ডেক্স: মিথ্যা মামলা, জেলহাজতে দেশবাসী অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। কৃষক রাস্তায় আলু ফেলে, পেঁয়াজ ফেলে প্রতিবাদ করে।’
খালেদা জিয়া বলে, ‘স্বাধীনতার পরে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসায় যে অবস্থা হয়েছিল, বর্তমানে ঠিক একই অবস্থা।’
তিনি বলেন, ‘তখন রক্ষীবাহিনী, নীলবাহিনীর অত্যাচার ছিল আর এখন সাদা পোশাকের অত্যাচার। বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের এগিয়ে যাওয়া থমকে দিতে এই কাজ করছে।’
খালেদা বলেন, ‘আমরা অবশ্যই আন্দোলন করবো, তবে সকলকে অংশগ্রহণ করতে হবে।’
তিনি এসময় বলেন, ‘এই সরকার ২৬জন সাংবাদিক হত্যা করেছে।’
দেশে কোনো মানুষই নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, সাগর-রুনীর হত্যাকারী এখনো গ্রেফতার হয়নি। কোনো বিচার হয়নি।’
জঙ্গি বিষয়ে তিনি বলেন, ‘নামাজ পড়লে, টুপি পরলে, দাড়ি রাখলেই জঙ্গি হয়ে যায় না। আওয়ামী লীগের সম্পর্ক।’
ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গির সাথে সম্পর্ক আওয়ামী লীগের সম্পর্ক আছে বলেই ত্রিশাল থেকে যুবলীগ নেতা নির্দেশে জঙ্গি ছিনতাই হয়।’
এসময় তিনি জেএমবি নেতার আত্মীয় আওয়ামী লীগ নেতা মির্জা আজমের নাম উল্লেখ করেন।
মে দিবসের শ্রমিকদের আত্মহুতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়ে আমরাও ‘দিবস’ পালন করবো।’
এসময় তিনি নির্বাচন দিয়ে দেশ বাঁচানো আহ্বান জানান সরকার দলের প্রতি। তিনি বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।’ এসময় তিনি চতুর্থ উপজেলা নির্বাচন প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ এগিয়ে যাবে।’
খালেদা এসময় বলেন, ‘বিএনপিই একমাত্র দল, যারা বাংলাদেশকে উন্নত করতে পারবে।’