খালেদা নালিশ করে বালিশ পেয়েছে: প্রধানমন্ত্রী
খবর বাংলা২৪ ডেক্স: খালেদা জিয়া বিদেশিদের কাছে নালিশ করে বালিশ পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মে দিবস উপলক্ষ্যে গাজীপুরে এক শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘বিদেশিদের কাছে খালেদা নালিশ করেছিলেন জিএসপি বন্ধ করে দিতে। তিনি নালিশ করে বালিশ পেয়েছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন খেটে খাওয়া মানুষদের ভাগ্যের উন্নয়ন ঘটে।’
বস্তিবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা বস্তিবাসী, তাদের মাঝে যারা ঘরে ফিরে যেতে চান, তাদের ঘরে ফেরার ব্যবস্থা আমরা করবো।’
তিনি বলেন, ‘বস্তিবাসীদের ওপর একটা সার্ভে করেছিলাম আমরা ৯৬-এ সরকার গঠন করার পর।’
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে আরাম-আয়েশে গা ভাসিয়ে চলে এক শ্রেণি, আর বৃহৎ জনগোষ্ঠী থাকে কষ্টে। কেউ খাবে কেউ খাবে না, বাংলাদেশে তা হবে না।’
শিক্ষাব্যবস্থা বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিনামূল্যে ত্রিশ কোটি বই বিতরণ করেছি। বাংলাদেশে এর আগে আর কোনো সরকার এতো বই বিতরণ করে নাই।’
তিনি আরো বলেন, ’আমরা ডিগ্রী কোর্স পর্যন্ত ছাত্রীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়বো বলে ঘোষণা দিয়েছিলাম। ৪ হাজার ৫শ’ ১৬টি ইউনিয়নে ইন্টারনেট সেবা দেওয়ার ব্যবস্থা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘৪ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে।’
তিনি বলেন, ‘বিএনপি সরকারের আমলে একজন রিক্সাওয়ালা সারাদিনে হয়তো দু’তিন কেজি চাল কিনতে পারতো। কিন্তু আমাদের সময়ে এসে দশ-বারো কেজি চাল কিনতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই ভেবেছিল, বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি।’
রিজার্ভের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে।’
জনশক্তি রপ্তানির ব্যাপারে তিনি বলেন, ‘চব্বিশ লক্ষ মানুষ বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছি আমরা।’
স্বাস্থ্যখাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করে সাতাশ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণের ব্যবস্থা করেছি।’
বিএনপি’র এক নেতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘চোরাগোপ্তা করে নাকি এমন আন্দোলন করবে, সরকার বিপদে পড়ে যাবে। যারা শান্তি চায় না, তারাই এই কাজ করবে। এখন যে সকল চোরাগুপ্তা হত্যা-হামলা হচ্ছে, এটা তাদেরই কাজ।’
তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ ছিল জঙ্গিবাদের দেশ, দূর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার দেশ।’
বিএনপি চেয়ারপার্সনকে চোরাগুপ্তা হামলার পথ পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তিনি যেন স্বাভাবিক আন্দোলন করেন।’
খালোদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন জাতীয় সঙ্গিত গাই, তিনি তখন সমালোচনা করেন। তার দিলে আছে ‘পেয়ারে পাকিস্তান’।’
আওয়ামী লীগ জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমাদের শ্রমিকশ্রেনি আরো সুন্দরভাবে বাঁচবে, জীবন আরো উন্নত হবে- সে মতেই আমরা কাজ করছি।’