না.গঞ্জের হরতালে জামায়াতের সমর্থন

না.গঞ্জের হরতালে জামায়াতের সমর্থন
আগামী রোববার নারায়ণগঞ্জে আইনজীবীদের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান সমর্থনের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জনকে অপহরণ করে হত্যা করার ঘটনার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে আইনজীবীরা যে হরতাল আহ্বান করেছেন আমরা এ হরতালে নৈতিক সমর্থন জ্ঞাপন করছি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মানুষের বুকে গুলি চালাতে বাধ্য করছে। জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রতিনিয়ত গ্রেপ্তার করে হত্যার উদ্দেশ্যে গুলি করছে। প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

বিবৃতিতে দেশব্যাপী হত্যা, গুম, অপহরণ ও গ্রেপ্তার করে আটক অবস্থায় গুলি করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গুলি করে মানুষ হত্যা সংবিধান ও মনবাধিকারের চরম লঙ্ঘন এবং বিচার বিভাগের প্রতি অবজ্ঞা প্রদর্শন।’

জামায়াতের পক্ষ থেকে আরো বলা হয়, ‘দেশবাসী বন্দুক যুদ্ধের নামে মানুষ হত্যার এ নাটক আর দেখতে চায় না। সারা বাংলার নদী-নালা, খাল-বিলে মানুষের লাশ ভাসছে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার নাটকের পর গুলি করে আহত করার ধারাবাহিকতার নিষ্ঠুর শিকার সাতক্ষ্মীরার জামায়াত কর্মী ফারুক হোসেন।’

বিবৃতিতে আরো বলা হয়, নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ করে হত্যা করার ঘটনার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তৌহিদুর রহমান ও সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আবারো অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন স্থানে চলছে হত্যা, অপহরণ, ছিনতাই। সরকার দলীয় সন্ত্রাসী ক্যাডাররা ধরে ধরে মানুষ হত্যা, খুন ও গুম করছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ, অকার্যকর ও তাবেদার রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। জনগণ সরকারের ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হতে দেবে না। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে এক নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। সাতক্ষ্মীরা, নারায়ণগঞ্জ, বগুড়া, ঝিনাইদহ, জয়পুরহাট আজ রক্তাক্ত বিরাণ ভূমিতে পরিণত হয়েছে।’

এতে আরো উল্লেখ করা হয় ‘আমরা সকল জুলুম-নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে হত্যা, গুম, অপহরণ, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend