যকৃতের প্রদাহে ভুগছেন মুশফিক

যকৃতের প্রদাহে ভুগছেন মুশফিক
 জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের শারীরিক অবস্থা গুরুতর না হলেও বিসিএলে খেলা অনেকটাই অনিশ্চিত। বিসিবির প্রধান ক্রীড়া বিষয়ক চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী মুঠোফোনে বাংলামেইলকে বিষয়টা নিশ্চিত করেন।

জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতেই রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের সর্বশেষ অবস্থা নিয়ে শুক্রবার বিসিবি চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী বাংলামেইলকে বলেন,‘আজ শুক্রবার আমরা মুশফিকের কিছু রিপোর্ট হাতে পেয়েছি। প্রাথমিক রির্পোটে তার ভাইরাল হেপাটাইটিসের সমস্যা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এটাকে লিভারের এক ধরনের প্রদাহ বলা হয়ে থাকে। তবে এটা কোন গুরুতর সমস্যা নয়। মুশফিক এখন অনেকটাই সুস্থ আছেন।’

এছাড়া তিনি বলেন, এ ধরনের জ্বরে শারীরিক দুর্বলতা দেখা দেয়। দুর্বলতা কাটিয়ে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে। এবং বিশ্রামে থাকতে হয়। তবে আগামী কাল শনিবার মুশফিকের আরও কিছু রিপোর্ট হাতে আসলেই বিষয়টা পুরোপুরি নিশ্চিত হতে পারবো। শনিবারের রিপোর্ট পাবার পর সিদ্ধান্ত হবে মুশফিক হাসপাতালেই থাকবে না বাসায় চলে যাবে।’

আগামী কাল বিসিএলের খেলার বিষয়ে দেবাশীষ বলেন,‘যেহেতু মুশফিককে কয়েক দিন বিশ্রামে থাকতে হবে তাই বিসিএলে তিনি মাঠে নামতে পারবেন না।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend