বোয়িং-৭৭৭ খুঁজতে বঙ্গোপসাগরে আবারো বাংলাদেশি নৌজাহাজ
মালয়েশিয়ায় নিখোঁজ বিমান বোয়িং-৭৭৭ খুঁজে পেতে বঙ্গোপসাগরে আবারও দু’টি নৌজাহাজ পাঠিয়েছে সরকার।
নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানান, উপকূলের ১৯০ কিলোমিটার দূরে একটি রণতরী ও আরেকটি পর্যবেক্ষক জাহাজ পাঠিয়ে সম্ভাব্য স্পটে অনুসন্ধান চালানো হচ্ছে।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বাংলাদেশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগের পরিচালক রাশেদ আলী বলেন, নৌজাহাজ ঘটনাস্থলে পৌঁছে অস্ট্রেলীয় কোম্পানির দাবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি অ্যাডিলেডভিত্তিক সংস্থা জিওরেজোন্যান্স’র পক্ষ থেকে বলা হয়, এয়ারবোর্ন মাল্টিস্পেকচারাল যন্ত্রে ধরা পড়া চিত্রে দেখা গেছে, বাংলাদেশ উপকূল থেকে ১৯০ মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ধাতব ধ্বংসস্তূপের চিহ্ন পাওয়া গেছে। এটাকেই উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।
যদিও জিওরেজোন্যান্স’র এমন বক্তব্যকে উদ্ধারে নিয়োজিত আন্তর্জাতিক জোটের প্রধান সমন্বয়ক অগাস হোস্টন উড়িয়ে দিলেও বাংলাদেশ সরকার তা খতিয়ে দেখতেই পূণরায় অনুসন্ধান অভিযান চালাতে নৌজাহাজ পাঠিয়েছে বলে জানা গেছে।