বাবার পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নাসিম ওসমান
চিরনিদ্রায় শায়িত হলেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান।
শুক্রবার বিকেলে শহরের বাণিজ্যিক এলাকার ডিআইটি মসজিদের সামনে বাদ আছর তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক মাসদাইর কবরস্থানে তার বাবা মরহুম শামসুজ্জোহার কবরের পাশে দাফন করা হয়।
এর আগে তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন তার ভাই শামীম ওসমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, সোনারগাঁওয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খোরশেদসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
উল্লেখ্য, মঙ্গলবার দিনগত রাত ১টায় ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরের হৃদরোগে আক্রান্ত হয়ে একটি ক্লিনিকে মারা যান। বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তার মরদেহ এসে পৌঁছায়। পরে মৃতদেহ নাসিম ওসমানের নিজ বাসভবন গুলশান-২ নিয়ে যাওয়া হয়। রাতে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়।