নকলার কামাররা নির্ঘুম রাত কাটাচ্ছে
খবর বাংলা ২৪ডেক্স: শেরপুরের নকলায় চলতি বোরো ধান কাটা শুরু হয়েছে, ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক, ধান কাটার শ্রমিক এবং ধান মাড়াই যন্ত্র (বোম) মালিকরা তবে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে কামারেরা।
সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার কামারপট্টি, নালিতাবাড়ী মোড় ও বয়েজ কলেজ রোড সহ কৃষ্ণপুর, চন্দ্রকোনা, বারমাইসা, শিববাড়ী, নারায়নখোলা গ্রামের কামার পলীতে ধানকাটার প্রধান উপকরণ কাস্তে (কাচি) তৈরিতে কামারদের দম ফেলার সময় নেই- ফুরসত নেই তাদের একটু ঘুমাবার। হাছেন আলী, মোস্তফা, সাইদুল, ইব্রাহিম সহ বেশ ক’জন কামারের সাথে কথা বলে জানা যায়, চৈত্র-বৈশাখ মাসে নকলা ছাড়াও প্রতিবেশী উপজেলা থেকে কাস্তে (কাচি) কিনতে আমাদের কাছে আসে। ফলে কাস্তের চাহিদা পূরণে আমাদের রাতদিন কাজ করতে হচ্ছে। কৃষি ব্যবস্থা আধুনিক হওয়া সত্তে¡ও ধান কাটার একমাত্র উপকরণ কাস্তে হওয়ায় আমন ও বোরো মৌসুম ছাড়া তাদের হাতে তেমন কোন কাজ থাকে না। এ দু’মৌসুম ছাড়া সাড়া বছর নিড়ানি, দা, কোদাল, কুড়াল, শাবল, চাকু ইত্যাদি তৈরি করে কোন রকম দিনাতিপাত করতে হয়। এ মৌসুমে কাস্তের চাহিদা ৩/৪গুন বেড়ে যাওয়ায় প্রতিদিন গড়ে ৫শ থেকে ৬শ টাকা আয় হচ্ছে। এ আয় দিয়েই সারা বছর চলতে হয়। উপজেলায় কামার স্বল্প সংখ্যক থাকায় তাদের কোন সংগঠন নেই, তাই এই মৌসুমী আয়ের স্থানীয় কামারদের দাবি, লৌহ জাত সামগ্রী তৈরিতে ব্যাংক ঋণের সহায়তা পাওয়া গেলে দাদন ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হতো না, হতে হতো না ভূমিহীন। তাই তারা স্বল্প সুদে এ খাতে ব্যাংক ঋণ প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে।