আলটিমেটাম শেষে আবারো সড়ক অবরোধের চেষ্টা নারায়ণগঞ্জবাসীর, পুলিশের গুলি
খবর বাংলা ২৪ডেক্স: নারায়ণগঞ্জে অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় আবারো সড়ক অবরোধের চেষ্টা করেছেন এলাকাবাসী।
সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ সাইফুলকে ফিরে পেতে তিনঘণ্টার আলটিমেটাম শেষে এঘটনা ঘটে। পরে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
উল্লেখ্য, সাইফুলের সন্ধানের দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ী ও তাঁর স্বজনেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে তাঁরা পুলিশকে তিন ঘণ্টার সময় বেঁধে দেন। এর মধ্যে জুমার নামাজের সময় হওয়ায় তাঁরা মহাসড়ক থেকে সরে যান। কিন্তু তিন ঘণ্টার মধ্যে সাইফুলকে উদ্ধার করতে না পারলে তাঁরা আবার মহাসড়ক অবরোধ করবেন বলে ঘোষণা দেন।