আবারো পুরোনো পেশায় ফিরে যাচ্ছেন সানি লিওন?
আবারো পুরোনো পেশায় ফিরে যাচ্ছেন সানি লিওন! বিষয়টি নিয়ে আবারো নড়ে-চড়ে বসেছেন সানি ভক্ত এবং সমালোচকরা।
সম্প্রতি একটি ভিডিওতে ভারতের এ সময়কার টপ তারকা সানি লিওনিকে স্ট্রিপ ড্যান্স বা নগ্ন নৃত্য করতে দেখা গেছে। গত ১৯ এপ্রিল এই ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে।
হিন্দুস্তান টাইমস জানায়, ১৮ এপ্রিল মুম্বাই-পুনের মহাসড়কের কোনো একটি স্থানে রাতের একটি পার্টির আয়োজন করা হয়। আর এই পার্টিতেই এক সময়কার পেশাদার পর্নো স্টার এবং এ সময়কার জনপ্রিয় বলিউড তারকা সানি লিওনিকে ৪০ লাখ রুপি দিয়ে ভাড়া করে এনে স্ট্রিপ ড্যান্স করানো হয়। সারা রাত ধরে চলে এই পার্টি। পার্টি শেষ হবার পরেই এই ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে।
তবে এই ভিডিওতে স্ট্রিপ ড্যান্স রত তরুণী সানি নয় এমনটাই দাবি খোদ সানির। তিনি টুইটারে জানান, তিনি ১৮ তারিখ রাতে ময়ূরগিরোত্রা তে শ্যুটিংয়ে ছিলেন।