ঝিনাইগাতীতে এক মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) থেকে.শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজারীকুড়া গ্রামে এক মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গজারীকুড়া গ্রামের জনৈক আমান উল্লাহ পূর্ব শক্রতার জের ধরে প্রথমে ওই মুক্তিযোদ্ধার বাড়ী-ঘর পুড়ে দেয়ার জন্যে ঘরের পার্শ্বে আগুন দেয়। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়। এভাবে না পেরে ওই আমানউল্লাহ অবশেষে মুক্তিযোদ্ধার বাড়ী যাওয়ার রাস্তাটি কেটে যাতায়াত বন্ধ করে দেয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে মুক্তিযোদ্ধা আবু সামা তাঁর জীবনের নিরাপত্তার দাবীতে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মুক্তিযোদ্ধা আবু সামা এ প্রতিনিধিকে জানান, বর্তমানে তিনি তার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তহীনতায় ভূগছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে উপপরিদর্শক গিয়াস উদ্দিনকে দায়ীত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যেই গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছেন।