শেরপুরে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুল চ্যাপিয়ন
খবর বাংলা২৪ ডেক্সঃ ক্ষুদে শিক্ষার্থীদের যুক্তি-তর্কের লড়াইয়ে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় শেরপুরের দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল চ্যাপিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ওই প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী। ৩ এপ্রিল শনিবার সকালে শেরপুর টাউন হলে জেলা সুহৃদ সমাবেশের সভাপতি মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক অধ্যাপক আবু তাহের। অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমকাল জেলা প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য, সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক কাউসারুল ইসলাম, সরকারী কলেজ সভাপতি পলাশ আহমেদ প্রমূখ।
বিচারকের দায়িত্ব পালন করেন শেরপুরের এনডিসি রাজীব কুমার সরকার শিক্ষাবিদ ও সমাজকর্মী জোবাইদা খাতুন, প্রভাষক ও সাংস্কৃতিক সংগঠক তপন সারোয়ার, প্রভাষক মোঃ সেলিম মিয়া।
বিতর্কে অংশ নেওয়া ৮টি শিক্ষা প্রতিষ্ঠান হলোÑ শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী, শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দ কুমার উচ্চ বিদ্যালয়, শেরপুর উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, দিশা প্রিপারেটরী এন্ড হাই স্কুল, অ্যাডভোকেট এম এ সামাদ মেমোরিয়াল একাডেমী, ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা, ও ফৌজিয়া মতিন পাবলিক স্কুল।
সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল হালিম।