ইসলামপুরে জামায়াত-শিবিরের ৪নেতা আটক
মোরাদুজ্জামান ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার ইসলামপুরে শনিবার রাত ৯টায় ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন একটি ছাত্র মেছ থেকে জামায়াত শিবিরের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। জানাগেছে, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন একটি ছাত্র মেছে ওই দিন সন্ধ্যা থেকে জামায়াত শিবিরের কিছু নেতাকর্মীরা আলোচনাসভা করছিল। ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন জামায়াতের আমীর মাওলানা আমজাদ হোসেন, চিনাডুলী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম ও উপজেলা জামায়াত কর্মী মাওলানা আব্দুল্লাহেল কাফী এবং শিবির কর্মী জাহাঙ্গীর আলমকে আটক করে । আটককৃত পৌর জামায়াতের আমীর আমজাদ হোসেন জানান, গত উপজেলা নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নির্বাচনের আয়-ব্যয় হিসাব নির্ধারণের জন্যই কর্মীদের নিয়ে তিনি ওই মেছে আলোচনা করছিলেন।এ ব্যাপারে উপজেলা জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান জানান- উপজেলা নির্বাচনে আয়-ব্যয় হিসাব দাখিলের কাগজপত্র প্রস্তুত করার জন্যই তারা একত্রিত হয়েছিলেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমানের সাথে কথাবল্লে তিনি জানান- জামায়াত ও শিবিরের ৪ জনকে আটকের সময় তাদের নিকট থেকে কিছু হাদিস বই ও ৩ টি মটর সাইকেল পাওয়া গেছে ।