গনঅনশনে খালেদা জিয়া
খবর বাংলা ২৪ ডেক্স : গণঅনশন কর্মসূচিতে সংহতি জানাতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার সকাল সোয়া ৯টায় শুরু হওয়া কর্মসূচিতে খালেদা জিয়া সংহতি জানাতে আসেন বিকেল ৫টায়। এসময় উপস্থিত নেতার্মীরা মুহুর্মুহু স্লোগানে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানায়।
সকাল থেকেই কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল সহকারে আসতে থাকে দলের নেতাকর্মীরা।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্যসহ তৃণমলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও সারাদেশে অপহরণ, বিচারবহির্ভুত হত্যা, গুম, খুনসহ সরকারের নানা নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে বিএনপি ঢাকাসহ সারাদেশে গণঅনশন কর্মসূচি পালন করছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের চত্বরে গণঅনশন কর্মসূচি পালন করছে দলটি।
অনশন মঞ্চে রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ড. মইন খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, সেলিমা রহমান, প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, শামীমা আকতার শাম্মী, সাবেক সংসদ সদস্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক প্রমুখ। এছাড়া ১৯ দলের নেতারাও এই গণঅনশনে সংহতি জানিয়েছেন।