কুমিল্লার ২ উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

UP_241842450খবর বাংলা ২৪ ডেক্স :আগামী ১৯মে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার রাশেদুল ইসলাম সদর আসনে দুই জন চেয়ারম্যান, পাঁচ জন ভাইস চেয়ারম্যান ও তিন জন  মহিলা ভাইস চেয়ারম্যানকে প্রতীক বরাদ্দ দেন।এছাড়া, সদর দক্ষিণে ছয় জন চেয়ারম্যান, চার জন ভাইস চেয়ারম্যান ও তিন জন মহিলা ভাইস চেয়ারম্যানকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবদুর রউফ দোয়াত-কলম  এবং ১৯দলীয় জোট প্রার্থী বিএনপি নেতা ফজলুল হক ফজলু আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম তালা প্রতীক, বিএনপি সমর্থিত প্রার্থী নবী নেওয়াজ উড়োজাহাজ প্রতীক, ১৯দলীয় জোট সমর্থিত জামায়াতের এ কে এম এমদাদুল হক মামুন টিউবয়েল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মঞ্জুর হোসেন চশমা প্রতীক ও ন্যাপ সমর্থিত প্রার্থী খোকন হায়দারকে টিয়া পাখি প্রতীক পেয়েছেন। সদরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ফাতেহা বেগম হাঁস প্রতীক, বিএনপি জেসমিন চৌধুরী কলস প্রতীক এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসনেয়ারা বেগম প্রজাপতি প্রতীক পেয়েছেন। সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম সারোয়ার কাপ-পিরিচ প্রতীক, বিএনপি সমর্থিত প্রার্থী জহিরুল ইসলাম খন্দকার টেলিফোন প্রতীক, আবদুল মমিন মজুমদার দোয়াত-কলম প্রতীক, মোহাম্মদ কাউছারুল ইসলাম মোটরসাইকেল প্রতীক, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী দোয়াত-কলম প্রতীক ও সৈয়দ আবদুর রাজ্জাক আনারস প্রতিক বরাদ্দ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুল হাই বাবলু টিউবয়েল প্রতীক, আবদুল কাদের জাহাজ প্রতীক, সোহেল চৌধুরী তালা প্রতীক, হোসাইন মোহাম্মদ নুরুল্লাহ চশমা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কানিজ ফতেমা কলম প্রতীক, দেলোয়ার বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক এবং শাহিনা আক্তার ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com