ঝিনাইগাতীর রাংটিয়া বাজারের কমিউনিটি ক্লিনিকের রোগীদের যাতায়াত পথ বন্ধ
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী নলকুড়া ইউনিয়নের রাংটিয়া বাজারে কমিউনিটি কিনিকের সামনে অবৈধ স্থাপনা নির্মাণ করে কিনিকে রোগীদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে এক শ্রেণীর অবৈধ ব্যবসায়ীরা। এতে করে কিনিকে যাতায়াতকারী রোগীরা চরম দূর্ভোগ শিকার হচ্ছে। পাশাপাশি কিনিকের পরিবেশও নষ্ট হচ্ছে। ওই সব স্থাপনা উচ্ছেদের জন্য বাজারের ইজারাদার ও দোকান মালিকদের এলাকাবাসীর পক্ষ থেকে বার বার উচ্ছেদের তাগিদ দেওয়া হলেও তারা এ বিষয়ে কোন কর্ণপাত করছে না। এ ব্যাপাওে ভূক্ত ভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের কাছে জানালে, ইউপি চেয়ারম্যানের কথাও তারা শুনছেনা। অবশেষে ওই কিনিকের ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল মিয়াসহ গণ স্বাক্ষরিত এক অভিযোগ কিনিকের সামনে অবৈধ স্থাপনা ও উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকার রোগী ও জনস্বার্থে কিনিকের স্বাস্থ্য সেবার পরিবেশ বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এলাকার জনসাধারণ শেরপুরের সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।