নালিতাবাড়ী নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের অপসারনের দাবিতে ভাংচুর: ছাত্র বিক্ষোভ

download (1)নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আজ রোববার সকালে নালিতাবাড়ীর নাজমূল স্মৃতি বিশ্ব বিদ্যালয় কলেজ অধ্যরে বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অপসারনের দাবিতে ছাত্ররা  বিক্ষোভ ও কলেজ ভবনের দরজা জানালা ভাংচুর করেছে।বিুব্দ ছাত্ররা জানায়, নাজমূল স্মৃতি বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্য জামালপুরের একটি মেয়ের সাথে শনিবার সকালে সন্দেহভাজন মেলামেশা করে। তিনি মাঝে মধ্যে কলেজের তিনতলা ভবনের একটি সংরতি কে বহিরাগত অনেক মেয়েকেই নিয়ে আসতো বলে ছাত্ররা অভিযোগ করে। এ সকল ঘটনাকে কেন্দ্র করে অধ্যরে অপসারনের দাবিতে ছাত্ররা  বিক্ষোভ প্রদর্শন করে এবং কলেজ ভবনের দরজা, জানালা ভাংচুর করে টায়ারে আগুন জ্বালিয়ে রা¯তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু ঘটনাস্থলে উপস্থিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রকৃত ঘটনা তদন্ত করে দোষি ব্যক্তিদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বিক্ষোব্দ ছাত্রদের শান্ত করেন।এ ব্যাপারে অধ্যক্ষ শহীদুল ইসলাম জানান, গত শনিবার সকালে জামালপুরের মেয়েটি চাকুরির জন্য আমার কাছে আসে। মেয়েটি সম্পর্কে আমার ভাতিজি। চাকুরির ব্যাপারে কথা বলে সে আমার সাথে দেখা করে কলেজ থেকে বেরিয়ে যায়। কিছুন পর বহিরাগত কয়েকজন ব্যক্তি মেয়েটিকে নিয়ে পুনরায় কলেজে প্রবেশ করে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ওই মেয়েটি কলেজের দপ্তরী লিটন ডেভিটকে সাথে নিয়ে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে শেরপুর সিএনজি স্টেশনে আসে। তখন কয়েকজন ব্যক্তি তাকে সন্দেজ জনক বিভিন্ন কথাবার্তা বলে। এতে মেয়েটি তাদের চ্যালেঞ্জ করলে তাকে কলেজে নিয়ে যাওয়া হয়। পরে অধ্যরে নৈতিকতা নিয়ে ছাত্র উত্তেজনা এবং নানারকম আলোচনা সমালোচনা দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend