রাঁধুনির হেঁশেল হতে- খুব সহজে আমের কাশ্মিরি আচার

111

 

 

 

খবর বাংলা ২৪ ডেক্স: এই মৌসুমে ঘরে ঘরে আজকাল আচার তৈরির ধুম। বিশেষ করে আমের। ঝাল আর টক আচারটাই আমের ক্ষেত্রে বেশি তৈরি করা হয়, তবে মিষ্টি আচারও কিন্তু দারুণ হয় আম দিয়ে। আজ আপনাদের জন্য আমের মিষ্টি কাশ্মিরি আচারের দারুণ সহজ রেসিপি নিয়ে এলেন শৌখিন রাঁধুনি রিমি রহমান। আসুন, জানি রিমি রহমানের চটজলদি আচারের রেসিপিটি।

উপকরণ:

কাঁচা আম ১০ /১২ টি,
চিনি মিষ্টি অনুযায়ী
সিরকা ২ কাপ,
আদা কুচি ১ টেবিল চামচ,
শুকনা মরিচ মিহি কুচি ১ চা চমচ,

প্রণালী :

  • -আমের খোসা ফেলে লম্বা ফালি ফালি করে কেটে চুন বা ফিটকারির পানিতে ভিজিয়ে রাখবেন ১/২ ঘন্টা।
  • -তারপর ভালোকরে পানি ঝড়িয়ে নিবেন।
  • -একটি ডেকচিতে আম চিনি ও সিরকা দিয়ে বসিয়ে দেবেন।
  • -চিনির পানি গলে যাবার পর আদাকুচি দেবেন।
  • -আমের রং সোনালি হলে শুকনা মরিচ বিচি ফেলে চিকন করে কেটে দেবেন।
  • -চিনির পানি শুকিয়ে আম সোনালি গ্লেইজ আসলেই বুঝতে হবে আচার হয়ে গেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend