ফেসবুকের ১০ কোটি ব্যবহারকারীই ভুয়া!
ফেসবুকে ১২৮ কোটি ব্যবহারকারীর মধ্যে ১০ কোটি অ্যাকাউন্ট ভুয়া। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগের সাইটে ১০ কোটির বেশি ভুয়া অ্যাকাউন্ট রয়েছে যার বেশির ভাগ ভারত ও তুরস্কের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে তৈরি করা হয়েছে। খবর এনডিটিভির।
ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি তাদের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত প্রতি মাসে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর হিসাবে ফেসবুকে গড়ে ৪.৩ থেকে ৭.৯ শতাংশ পর্যন্ত ভুয়া অ্যাকাউন্ট রয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে কাজ করছে তারা।