মুক্তি পেলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব
সোমবার সোয়া ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বলে জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান।জানা গেছে, সোমবার রাত ৮টার সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।
কারাগার থেকে মুক্ত হয়েই দলের নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে করতে প্রথমেই কেন্দ্রীয় কার্যালয়ে আসেন হাবিব। এসময় প্রায় ৪০টি মোটরসাইকেল আরোহী ও তার সঙ্গে ছিল।
কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে দলের সিনিয়র নেতাদেরসহ ছাত্রদলের নেতাদের আটক করে রেখেছে। আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করতে হবে। এ সরকারের পতন তরান্বিত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই।’
উল্লেখ্য, হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় হাবিবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২৭টি মামলা দায়ের করা হয়। সেগুলোর মধ্যে ২০টি মামলায় প্রথমে হাইকোর্ট থেকে জামিন পান। পরে গত ১০ মার্চ আদালত তাকে তার সবকটি মামলা থেকে জামিন দেন।