ঝিনাইগাতী এডিপি ওয়াল্ড ভিশনের শিশু স্বাস্থ্য প্রচারাভিযান
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী :
শেরপুরের ঝিনাইগাতী এডিপি ওয়াল্ড ভিশন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েকে নিয়ে ৬ মে মঙ্গবার সকালে সকল শিক্ষার্থীরা দুই হাত তুলে শপথ নিল, “একসাথে আমরা প্রতিরোধযোগ্য শিশু রোধ করবো,“পাঁচ বছরের কম বয়সে, সকল শিশু বাঁচবে হেসে” “শিশু স্বাস্থ্য এখনই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো এ প্রচারাভিযান। এ প্রচারাভিযানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়। স্থানীয় গোল্ডেনে স্টার প্রিপারেটরী এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত এ প্রচারাভিযানের নেতৃত্ব দেন, স্থানীয় এডিপি ওয়াল্ড ভিশনের হেল্থ প্রজেক্ট অফিসার মামুনুর রশিদ ও হেল্থ প্রজেক্ট অর্গানাইজার আসাদুজ্জামান। অনুষ্ঠানে ওয়াল্ড ভিশনের হেল্থ প্রজেক্ট অফিসার মামুনুর রশিদ জানান, শিশু স্বাস্থ্য এখনই, ওয়াল্ড ভিশনের প্রথম গ্লোবাল অ্যাডভোকেসি ক্যাম্পেইন যার একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এই লক্ষ্য হ’ল পারিবারিক ও কমিউনিটি পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে পাঁচ বছরের কম বয়সীদের প্রতিরোধযোগ্য রোগ প্রতিরোধ করে শিশু মৃত্যু কমিয়ে আনা। যা সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪.৫ এবং ৬ নাম্বার লক্ষ্যকেও পূরণ করে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৯ সাল থেকে ওয়াল্ড ভিশন বিশ্বের ৩৩ টি উন্নয়নশীল, ১৫ টি মধ্যম আয় ও উন্নত দেশের সরকার, বিভিন্ন আর্ন্তজাতিক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যনীতির সাথে নীতি নির্ধারকদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করেছে। এর মাধ্যমে নীতি নির্ধারকরা সম্পৃক্ততা হওয়ায় স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্তের পরিবর্তন আনা সম্ভব হয়েছে, যার ফলে বর্তমানে সাড়ে তিন কোটি শিশু উপকৃত হয়েছে। বাংলাদেশে ২০১২ সালের অক্টোবর থেকে এই ক্যাম্পেইন শুরু হয়েছে, যা চলবে ২০১৭ সালের সেপ্টেম্বও পর্যন্ত।